আপনার পুরুষত্ব নষ্টের হওয়ার কারন এই ছোট ছোট ভুল গুলো!

 আপনার পুরুষত্ব নষ্টের হওয়ার কারন এই ছোট ছোট ভুল গুলো!



🔻ইসলাম ধর্মে কিছু বিষয় রয়েছে যেগুলো পালন না করলে গুনাহ হয়।অথবা যেগুলো করা উত্তম। মহানবী (স.) আমাদের এগুলো করতে নির্দেশ দিয়েছেন।

যেমন-ছেলেদের প্যান্ট টাখনুর উপর পরতে হবে,বসে পানি পান করা উত্তম,মহানবী ডান কাত হয়ে শুতে নির্দেশ দিয়েছে, ইত্যাদি।এতদিনে বুঝতে পেরেছি ইসলামের সকল নির্দেশনার মধ্যেই একটা ভালো বৈজ্ঞানিক দিক থাকে।আজ এমন কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা জানলাম।

 

🔻 বসে প্রসাব করা উত্তম।দাঁড়িয়ে প্রসাব করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর





🔻 দাঁড়িয়ে প্রসাব করলে প্রসাবের দূষিত পদার্থগুলো মূত্রথলির নিচে গিয়ে জমা হয়।অথচ বসে প্রসাব করলে সহজেই মূত্র থলিতে চাপ লাগে, ফলে সহজেই এসব দূষিত পদার্থ শরীর থেকে বের হয়ে যায়।


🔻 দীর্ঘদিন দাঁড়িয়ে প্রসাব করলে প্রসাবের বেগ ধীরে ধীরে কমতে থাকে।


🔻 দাঁড়িয়ে প্রসাব করলে পেটের উপরের কোনো অংশে চাপ পড়ে না ফলে দূষিত বায়ু স্বাভাবিক ভাবে বের হতে পারে না।উল্টো তা শরীরের উপরের দিকে উঠে যায়।এর ফলে শরীরের অস্থিরতা, রক্তচাপ ও হৃৎস্পন্দনের গতি বৃদ্ধি পায়।


•দীর্ঘদিন দাঁড়িয়ে প্রসাব করলে দূষিত পদার্থ গুলো মূত্রথলির নিচে গিয়ে জমা হয় এবং একসময় কিডনিতে পাথর সৃষ্টি করে।


🔻 প্যান্ট টাখনুর উপরে পরা উচিত।





🔻 টাখনুর উপর কাপড় পরিধান করলে এতে বলো বাতাস লাগে ফলে টাখনুর সেক্সুয়াল হরমোন বৃদ্ধি পায়।টাখনুর নিচে কাপড় পরিধান করলে যৌন শক্তি হ্রাস পায়।এছাড়া টাখনুর মধ্যে কিছু এনজাইম থাকে যেগুলো আলো বাতাস না পেলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে।তাই পুরুষদের অবশ্যই টাখনুর উপরে কাপড় পরতে হবে।আর নারীদের ক্ষেত্রে উল্টো।নারীরা টাখনুর নিচে কাপড় না পরলে উক্ত সমস্যা দেখা দিবে।


🔻 ডান কাত হয়ে ঘুমাবেন নাকি বাম কাত হয়ে?



🔻 ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করুন।কেননা বুকের বামপাশে হৃৎপিন্ডের অবস্থান। চিকিৎসকরা সবসময় হৃৎপিণ্ডের উপর চাপ প্রয়োগ করতে নিষেধ করেছেন।চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে পাকস্থলীর খাদ্য শোষণের পথ হলো ডান দিকে।ডান কাত হয়ে ঘুমালে খাবার পরিপাকের সুবিধা হয়।খাবার একত্রে আর জমে থাকে না।


🔻 দাঁড়িয়ে পানি পান করা থেকে বিরত থাকুন।কারণ এটি স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে।





• দাঁড়িয়ে পানি পান করলে স্নায়ু উত্তেজিত হয় ও রক্তচাপ বাড়ে।

• শরীরের ভিতরের ছাঁকনিগুলো কুঁচকে যায় ও নেফ্রনগুলো শরীর থেকে টক্সিন সরানোর সুযোগ কম পায়।ফলে কিডনির কার্যক্ষমতা কমে যায়।

• দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে ধাক্কা দেয়।পাচক রসের ক্ষরণ কমে হজমের সমস্যা দেখা দেয়।


•.হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ ফেলে।


ছবি উৎসঃ গুগল



Post a Comment

0 Comments