আমার জীবনের অভিজ্ঞতা থেকে যা কিছু শিখলাম!

 

আমার জীবনের অভিজ্ঞতা থেকে যা শিখলাম!





- আপনি যদি নিজের হতাশা দূর করার জন্য অন্যের দারস্থ হন, আপনার ভাল থাকা আর হয়ে উঠবে না। বিলিম মি, পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে, আপনার চেয়ে বেশি ভালবাসে। 


- এমন কেউ নাই যে আপনার পাশে, আপনার জীবনের প্রতিটা মুহুর্ত থাকবে। আপনার পাশে, আপনিই থাকবেন। আপনার কোনো প্রিয়জনের সামর্থ্য নাই, আপনার হয়ে নিঃশ্বাস নিয়ে আপনাকে ২ দিন বেশি বাচিঁয়ে রাখার।


- সুতরাং, কেন নিজের হতাশা দূর করার জন্য অন্যের উপর নির্ভর করেন? এই ভুল কইরেন না প্লিজ, কিছুদিন আগে এই ভুলটা আমি করছিলাম। কারো উপর নির্ভরশীল হয়েছিলাম নিজেকে ভাল রাখতে। পরিনামে হতাশা ছাড়া আর কিছুই ছিল না।

মনে রাখবেন, অতীতের একই ভুল আপনি যদি আবার করেন, আপনার জীবনটা ভুল পথে যাচ্ছে, এখনই সময় পদক্ষেপ নেওয়ার।

- আপনাকে সবাই ততক্ষণ ভালোবাসবে যতক্ষন আপনি তাদের থেকে নিচুতে থাকবেন, যখনই আপনি উপরে উঠতে শুরু করবেন, তখনই শুধু হিংসা পাবেন।


- আপনাকে, আপনার চেয়ে বেশি কেউ ভালবাসে না৷ আপনাকে, আপনার চেয়ে বেশি কেউ বোঝে না। ( Except God)

- ধন্যবাদ পুরো লেখাগুলো পড়ার জন্য।


Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)