এই কথাগুলি শতভাগ সত্যি কিন্তু কেউ মানতে চায় না,

 এই কথাগুলি শতভাগ সত্যি কিন্তু কেউ মানতে চায় না.


চায়ের দোকানে যে বাচ্চা ছেলেটিকে আমরা সকলে ছোটু বলে ডাকি, সে আসলে তার পরিবারের সব থেকে বড় সন্তান।




বন্ধুত্ব এবং প্রেম এই জীবনের একটি সাময়িক বিষয়। সুতরাং যে বন্ধুত্ব এবং প্রেম তোমার স্বাস্থ্য এবং জীবনযাপনের বাধা হয়ে দাঁড়ায় সেখানে বেশি যুক্ত হয়ো না।

পিতা-মাতা ছাড়া কেউ তোমার ব্যাপারে নিঃস্বার্থভাবে ভাবে না এবং গুরুত্ব দেয় না।

গৌতম বুদ্ধ সঠিকভাবেই বলেছিল "জীবন একটি যন্ত্রণা"। আমাদের সকলকেই অসুস্থতা, আত্মগ্লানি, পরাজয় এবং মৃত্যুর জন্য ভুগতে হবে। তাই জীবনকে সঠিক ভাবে বাঁচার উপায় হলো এই সকল যন্ত্রণার জন্য নিজেকে প্রস্তুত করে রাখা এবং হাসিমুখে সকল যন্ত্রণাকে গ্রহণ করা।

আমরা সকলেই ক্ষমতাবান হতে চাই। কিন্তু এই ক্ষমতা ঘৃণার জন্ম দেয়। আপনি যদি ক্ষমতাশালী হয়েও অন্যকে ঘৃণা না করেন, তবুও অন্যরা আপনকে ঘৃনা করবেই আপনার ক্ষমতা দেখে।

জীবনে অর্থ এবং সম্পত্তির অবশ্যই প্রয়োজন আছে। অর্থ এবং সম্পত্তিকে কখনোই ভালো জীবনের শত্রু মানা উচিত নয়। অর্থ এবং ক্ষমতা ছাড়া আপনি কখনোই সম্মানের সাথে জীবনে বাঁচতে পারবেন না। অর্থের বিনিময়ে সব কিছু না হলেও অনেক কিছুই আবার অর্থ ছাড়া হয়না। তাই অর্থ ভগবান না হলেও ভগবানের দ্বিতীয় রূপ অবশ্যই ভাবতে পারেন।

আগুনে হাত দিলে সে হাত তো পুড়বেই।

সুখ এবং দুঃখ চক্রাকারে আবর্তিত হয়। এর কোনটাই কখনো স্থায়ী হয় না।

আপনি আপনার কর্মের ফল এ জীবনেই ভুগবেন।

সিনেমার নায়ক নায়িকারা বাস্তবিক হিরো নয়। প্রকৃত হিরো হচ্ছে সীমান্তে পাহারারত সৈনিকরা। তাই ঘরে নায়ক নায়িকাদের ফটো না লাগিয়ে যারা প্রকৃত দেশ সেবা করছে তাদের ফটো লাগান।


মানুষের মন যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। তাই কাউকেই জীবনে অপরিহার্য ভাববেন না।

আয়না কখনো মিথ্যা বলে না।

এই দুনিয়াতে আপনি শুধুমাত্র একটি পুতুল। এখানে আপনি শুধু আপনার চরিত্র ফুটিয়ে তুলছেন। তাই জীবন নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। যখন যে চরিত্র পাবেন তাকে সঠিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করুন।


Post a Comment

0 Comments