জেনে নিন কোন বিষয়গুলো আপনার কখনোই করা উচিত না , গুরুত্বপূর্ণ তথ্য

 


জেনে নিন কোন বিষয়গুলো আপনার কখনোই করা উচিত না , গুরুত্বপূর্ণ তথ্য


- পর্নোগ্রাফিতে আসক্তি, তারপর হস্তমৈথুন, যদি আপনি এইগুলো থেকে বের হয়ে না আসতে পারেন, এর ভয়ানক পরিনতি আপনাকে ভোগ করতে হবে।

- নিজেকে ভাল না বেসে, অন্যের জন্য মন উজাড় করে দেওয়া।

- যে সময় নিজের ক্যারিয়ারের প্রতি মনোযোগ দেওয়া উচিত, সেই সময় অন্যকিছুতে আকৃষ্ট না হওয়া।

- সময়ের কাজ, সময়ে না করে, পরে আফসোস করা।
যেমনঃ পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর, আর একটা দিন সময় পেলে নিশ্চিত A+ পাইতাম এটা বলা।

- লাইফে আমরা অনেক Academic পরীক্ষা দিয়ে থাকি। বেশিরভাগ পরীক্ষা গুলো ৩ ঘন্টার হয়ে থাকে। সময় শেষ হলে, স্যার আমাদের খাতা নিয়ে যান। তখন, যদি আমি, আপনি বলি, স্যার একটা ভুল উত্তর লিখে ফেলেছি, ২ মিনিট অতিরিক্ত সময় দেন। নিশ্চয়ই পাব না আমরা।

- সৃষ্টিকর্তা আমাদের ভুল গুলো শোধরানোর জন্য, অনেক সময় দিয়েছেন, আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। কিন্তু কেউ যদি এই সময়ের ভিতর, তার ভুল গুলো থেকে বের না হয়ে আসে, পরে যখন তাহার সম্মুখীন হবেন।নিশ্চয়ই বলতে পারবেন না। আর একটু সময় দিন!!

সিগারেট ১ টান দিলে কিছু হয় না, বন্ধুর এই বানী টা শোনার পর ১ টান দেওয়া। যেটি বেশিরভাগ ক্ষেত্রে মারাত্মক লেভেলের আসক্তিতে রূপ নেয়

- আপনি যেটা করবেন, সেটা আপনার জন্য ভাল হোক আর খারাপ হোক, বারবার করলে, আপনার ব্রেন, আপনি যা করবেন সেইটার প্রতি আপনাকে addicted করে ফেলবে।

- নিজের সাথে অন্যের তুলনা করা। যেটি চরম ভাবে নিজের আত্মসম্মান কমিয়ে দেয়৷

- আপনি কারো জন্য ৯৯ টা কাজ করলেন, ১ টা করলেন না, সে ওই একটা কাজ যেটা করলেন না ওটাই মনে রাখবে।

- একসাথে সময় কাটান মানেই তারা আপনার বন্ধু নয়। অনেক সময় অচেনা লোকও যে উপকার করে দেয়, চেনা লোক করতে আসে না।

- আপনার সারা জীবনের কাজ অনুযায়ী রেজাল্ট শিট আগেই তৈরি হয়ে যাবে, তখন আর সংশোধনের সুযোগ থাকবে না।

- সৃষ্টিকর্তা অনেক দয়ালু, অসীম ক্ষমতার অধিকারী। তিনি চাইলে অনেক কিছু ক্ষমা করে দিতে পারেন। কিন্তু ভাই/বোন সব কিছুর একটা Limit আছে তো, ওটা Cross করলে ধ্বংস অনিবার্য

এই ভুল গুলো আমাদের জীবনকে শেষ করে দেয়।

এই ভুল গুলো থেকে দূরে থাকুন। প্লিজ ☺

Post a Comment

0 Comments