জেনে নিন আজকালকার মেয়েদের কি ধরনের জীবনসঙ্গী বেশি পছন্দ ?


আজকালকার মেয়েদের কি ধরনের জীবনসঙ্গী বেশি পছন্দ ?




একটা মেয়ে কেমন জীবনসঙ্গী পছন্দ করবে সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই মেয়েটার বয়স,কেমন পরিবেশে সে মানুষ হয়েছে, তার বাবা মা এর শিক্ষার উপর। বয়সের সাথে সাথে তাদের পছন্দ পাল্টাতে থাকে।



নিব্বি বা খুব কম বয়সের মেয়েরা - নিব্বি বলা হয় ১৪ বা তার একটু বেশি বয়সের প্রথম সারির মেয়েদের। এরা সাধারণত সিনেমায় বা টিকটক ভিডিওতে যা দেখে বা শোনে সেরকমই দেখতে সুন্দর, খুব রোমান্টিক, স্টাইলিশ ছেলেদের পছন্দ করে। এদের চাওয়াপাওয়া বলতে জীবনসঙ্গী তাদের রাগ অভিমান ভাঙাবে, আদুরে গলায় কথা বলবে, সারপ্রাইজ গিফ্ট দেবে এসব আরকি।


তারপর আসে দ্বিতীয় সারির মেয়েরা - অর্থাৎ যেসব মেয়েদের বয়স ১৮ বছরের বেশি।এদের একটা সম্পর্ক অলরেডি হয়ে গেছে, আর সেটা ভেঙেও গেছে। আর সেটা থেকে তারা অনেক কিছু শিখে নিয়েছে। আর এটাই তো স্বাভাবিক, ভুল থেকে শেখা। ছুরিতে একবার হাত না কাটলে পরেরবার থেকে ছুরি সাবধানে ব্যাবহার করা শেখা যায়না। তাই এরপর তারা বুঝে শুনে জীবনসঙ্গী বেছে নেয়। এদের পছন্দঅনুযায়ী :


1. জীবনসঙ্গীটি Caring হবে :- যেকোনো পরিস্থিতিতে তার প্রতিটা কথা গুরুত্ব দিয়ে শুনবে, কোনো কথা অগ্রাহ্য বা অবহেলা করবে না। তার খারাপ সময়ে শক্ত হয়ে পাশে দাঁড়াবে।


2. সে যেমন তাকে তেমনভাবেই ভালোবাসবে :- কারো সাথে তুলনা করবে না বা তার চরিত্রের কোনো খুঁত ধরবে না সবসময়। জোর করে তার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবে না। সে হয়তো খুব খেতে ভালোবাসে, কিংবা কথায় কথায় হেসে ফেলে বা কেঁদে ফেলে, সে হয়তো লাজুক খুব, অতটা স্মার্টনেস দেখাতে পারেনা, তাতে কি, তাকে যেন সেরকম মেনে নেয়।


3. হাসতে ও ভালো হাসাতে পারে :- যে প্রাণ খুলে হাসতে পারে তার মন পরিষ্কার হয় ,তাকে এমনিতেই সব মেয়েরাই পছন্দ করে। তাই মজার মজার কথা বলে নিমেষে তার মন খারাপ দূর করে ফেলবে বা কিছুসময়ের জন্য সব দুঃখ, যন্ত্রনা ভুলিয়ে দেবে এরকম জীবন সঙ্গীই পছন্দ করে তারা। তাই বলে সবসময় দাঁত বের করে হাসতে থাকবে, আর তাকে, তার পছন্দকে, কিংবা তার পরিবারের কাউকে নিয়েই মজা করবে এরকম ছেলেদেরকেও পছন্দ করবে না।


4. সৎ :- সবসময় মিথ্যে অজুহাত দেয় যে কিংবা মিথ্যে প্রশংসা করে যে তাকে কখনোই কোনো মেয়ে জীবনসঙ্গী হিসাবে বেছে নেবে না। তাই সৎসাহস থাকা অবশ্যই জরুরি। তার কাছ থেকে কোনো কিছুই লুকাবে না এমনই একজনকে জীবনসঙ্গী হিসাবে পেতে চায় মেয়েরা।


5. আত্মবিশ্বাসী :- যে ব্যক্তির নিজের উপরই বিশ্বাস নেই, কঠিন সময়ে যে নিজেই আগে দুর্বল হয়ে পড়ে তাকে কোনো মেয়েই জীবনসঙ্গী করতে চাইবে না। বিপদের সময় " আমি তোমার পাশে আছি"এরকম একজনকেই মেয়েরা খোঁজে। একজন আত্মবিশ্বাসী পুরুষই মেয়েদের ভরসা দেয়, অনুপ্রাণিত করে।


এই গুনগুলিতে পাশ করে গেলেই যথেষ্ট। মনে মনে সেই আপনাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেবে। এরপর শুধু নিশ্চিন্তে হেসে খেলে জীবন কাটানোর জন্য একটা ভরসাযোগ্য আয়ের উৎস হলে আর একটা সুন্দর পরিবার পেলেই বাকি জীবনটা আপনার হাত ধরে পার করে দেবে সে।

Post a Comment

0 Comments