- মৃত্যুর সময় কোনো কিছু আপনি পৃথিবী থেকে নিয়ে যেতে পারবেন না।
- প্রয়োজন ছাড়া কেউ আপনার প্রিয়জন হবে না।
- কোনো কিছুই চিরস্থায়ী নয়। আপনার জীবনের প্রতিটা মুহুর্ত, আপনার মনের মত হবে না। পরিস্থিতির সাথে নিজেকে যারা মানিয়ে নিতে শেখে তারাই সুখি হয়।
- আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনার ক্যারিয়ার যদি সফল মানুষের মত না হয়, আপনাকে না পেলে, গলায় দড়ি দিবে এইরকম বলা মানুষও মুখ ফিরিয়ে চলে যাবে, তার গলাতে থাকবে অন্য একজনের দেওয়া মালা। এইটার মানে মানুষ, আপনাকে না, আপনার ক্যারিয়ারকে ভালবাসে।
- আপনার হতাশা কেউ দূর করে দিবে না। আপনার কাছের মানুষদের নিজের হতাশার কথা জানান, নিজের খারাপ অবস্থার কথা শেয়ার করুন।বিশ্বাস করুন, এগুলো কেউই শুনতে চাইবে না। হয়ত ২/১ জন পাবেন, যারা আপনার পাশে থাকবে।
- জীবন, একটা বইয়ের মত। যেখানে থেকে অনেক কিছু আমরা শিখি। যার জীবনে ভুল করার সংখ্যা যত বেশি, সে যদি একই ভুল বারবার না করে, সে জীবন থেকে অনেক কিছুই শিখতে পারবে, যদি চেষ্টা করে।
- আপনার বর্তমান অবস্থার জন্য, আপনার অতীত দায়ী। সারাদিন নিজের খারাপ অবস্থার জন্য অন্যকে দোষারোপ করলে, নিজের ভাগ্য খারাপ বললে কিছুই পরিবর্তন হবে না।
- আমার মতে, ভাগ্য বলতে কিছু নেই। ভাগ্য হলো আপনার প্রচেষ্টা, আর আল্লাহর অনুগ্রহ। আপনার জীবনে ভাল সবকিছু পরিশ্রমের ফলেই আসবে।
- যার কাছে ৫ টাকা আছে, সে চায় আমার আরো ৫ টাকা হোক। যার ৫ লক্ষ টাকা আছে, তার আরো ৫ লক্ষ টাকা দরকার। আমরা কেউই নিজের অবস্থানে সুখি হতে চাই না। সৃষ্টিকর্তা আমাদের এত কিছু দিয়েছেন, তারপর ও আমরা আরো চাই। জীবন থেকে যার প্রত্যাশা যত বেশি, তার হতাশাও বেশি।
- আপনি যে বলছেন আপনি খুব হতাশায় আছেন, আপনার কিছু নাই। সৃষ্টিকর্তা আপনাকে কিছু দেয় নি। কেউ আপনাকে ২ কোটি টাকা দিলে, আপনার ২ টা চোখ দিতে পারবেন? পারবেন না। আপনার শরীরের সবকিছু সৃষ্টিকর্তার দেওয়া উপহার। যেটা টাকাতে পরিমাপ করা যায় না। নিজের যা আছে তাতেই সুখ অনুভব করতে শিখুন।
Thank you ☺️
0 Comments