অনেকাংশে সত্য বলা যেতে পারে।
• কারন প্রেম করার সময় আমরা মানুষটির শুধু বাহ্যিক রুপ দেখি।
• মানে সে যা দেখায় তার ব্যাপারে যত টুকু জানায় আমরা ওইটাই জানি এবং ওইটাই বিশ্বাস করি। আর যখন বিয়ে হয়ে যায় তখন মানুষটার সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমাইতে জাওার আগ পর্যন্ত সবকিছুই চোকের সামনে থাকে। তখন অনেক ভুল ধরা পরে ।
•প্রেম করার সময় যত সময় একসাথে কাটায় সংসার এ যাওয়ার পর দায়িত্তের জন্য অনেক কিছু চাইলেও করা হয়ে ওঠে না। তখন মনে হয় মানুষটা পরিবর্তন হয়ে গেছে। যার জন্য অনেক অশান্তি দেখা দেয়। মানায় নিতে পারলে আসলে সমস্যা হয় না।
সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়া শিখতে হবে তাহলেই সমসা কম হবে।
ধন্যবাদ ☺️
0 Comments