প্রেম করলে জীবনে কী হতে পারে?
খুব ভাল কিউরিয়াস মাইন্ডে এই প্রশ্নটা করেছেন বুঝতেই পেরেছি।
প্রেম করলে আপনার পুরো জগৎ টাই পাল্টে যাবে, যতগুলো পরিবর্তন আসতে তার থেকে কিছু নিচে আলোচনা করতেছি:
• মিথ্যে বলার শুরু করা: আপনি যে দিন থেকে প্রেম শুরু করবেন সেই সময়ই থেকেই মিথ্যে বলা শুরু করে দিবেন।
• গুরুজনদের সম্মান করা: প্রেমে পরলে মানুষজন গুরুজনদের সম্মান দেওয়া বাড়িয়ে দেয়।
• অভিমান বেড়ে যাওয়া: খুব ছোট ছোট বিষয়গুলোতে অভিমানী হয়ে উঠা।
• টাকার খরচ বাড়িয়ে দেওয়া: আপনি ইচ্ছা না করলেও টাকা বেশি বেশি আপনি খরচ করবেন, কারণ আপনার প্রেমিকার মন রক্ষাতে। যদি জব না করেন তাহলে বাবার পকেটে দু আঙ্গুলের তেলেসমাতি নিজে নিজেই শিখে যাবেন।
• সৌন্দর্য বেড়ে যাওয়া: নতুন নতুন প্রেমে পরলে ছেলেরা অনেক সুন্দর হয়ে উঠে, দেখতে কিউটের ডিব্বা মনে হয়😂।
• সন্দেহ বেড়ে যায়: আপনার প্রেমিকার উপরে সন্দেহ করার পাশাপাশি অনেকের উপরেই সন্দেহ বেড়ে যায়।
• টাকা উপার্জনে মনোযোগী হওয়া: যদি প্রেমিকার চাহিদা বেশি থাকে, তাহলে উনার মনক্ষার্থে আপনি টাকা উপার্জনে অনেক বেশি মনোযোগী হয়ে উঠবেন।
• স্মার্ট হয়ে উঠবেন: আপনি কোন পোশাক পরলে বেশি স্মার্ট দেখাবে, সেটার দিকে বেশি গুরুত্ব দিবেন আপনি, এতে আপনার স্মার্ট বেড়ে যাবে।
• মানুষকে সন্তুষ্ট করা শিখবেন: আপনার প্রেমিকার রাগ বা অভিমান ভাঙ্গানোর জন্য অনেক কিছু শিখে ফেলবেন, ফলে আপনার চাকরির জীবনে অনেকে সন্তুষ্ট করার কৌশল জেনে যাবেন।
• রুচিবোধ বেড়ে যাওয়া: প্রেম করলে আপনার রুচিবোধের অনেক উন্নতি হয়ে যাবে।
• রাত জাগার অভ্যাস হয়ে উঠবে।
• আরো অনেক গুলো পরিবর্তন আসবে, সেগুলো আপনি বাস্তবে প্রেম না করলে বুঝবেন না।
শুভেচ্ছা আপনার প্রেমের 😊
0 Comments