সাবেক প্রেমিক প্রমিকা কে ভুলতে চান? কিভাবে ভুলবেন? জেনে নিন

প্রশ্ন :  আমি একজন মেয়েকে ভালোবাসি এবং আমি তাকে ভুলে যেতে চাই। কিভাবে ভুলতে পারবো?



প্রথম কথাই হচ্ছে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, তুমি কেন একটা মেয়ের জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করবে। কখনো কি ভেবে দেখেছো কেন তুমি তাকে ভালোবাসো? সে কি তোমায় একইরকম ভালোবাসে?


অনেক সময় হয়তো দেখা যায় তুমি অনেক চেষ্টা করেও তোমার ভালোবাসার মানুষটিকে ভুলতে পারছো না, এটা শুধু তোমার জমে থাকা কষ্টের বোঝা বাড়াবে।


তুমি যতো তাড়াতাড়ি সম্ভব তাকে ভুলে যাওয়ার চেষ্টা কর, কারন এটা দিন দিন মনের ভিতর এমন রূপ নেবে দেখবে চাইলেও তুমি আর তাকে ভুলতে পারবে না।


একবার নিজের মনকে নিজে প্রশ্ন করে দেখো যাকে ভুলতে চাচ্ছো তার কথা মনে পড়ে কি তোমার কোন লাভ আছে, ক্ষতি ছাড়া? তুমি তোমার জীবনের মূল্যবান সময় গুলো নষ্ট করছো তার চিন্তায়।


তার ভাবনাটা যেনো তোমায় নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে তোমার খেয়াল রাখতে হবে। তাকে ভোলা কঠিন হবে কিন্তু অসম্ভব নয়।


এটা মনে রাখবে সবসময় তুমি তাকে যেমন ভালবেসেছিলে নিজেকে যদি ততটা ভালো বাসতে পারো তো তুমি তাকে ভুলে যাবে খুব তাড়াতাড়।

Post a Comment

0 Comments