প্রেম করলে জীবনে কী হতে পারে?
খুব ভাল কিউরিয়াস মাইন্ডে এই প্রশ্ন...
প্রেম করলে আপনার পুরো জগৎ টাই পাল্টে যাবে, যতগুলো পরিবর্তন আসতে তার থেকে কিছু নিচে আলোচনা করতেছি:
- মিথ্যে বলার শুরু করা: আপনি যে দিন থেকে প্রেম শুরু করবেন সেই সময়ই থেকেই মিথ্যে বলা শুরু করে দিবেন...
- গুরুজনদের সম্মান করা: প্রেমে পরলে মানুষজন গুরুজনদের সম্মান দেওয়া বাড়িয়ে দেয়।
- অভিমান বেড়ে যাওয়া: খুব ছোট ছোট বিষয়গুলোতে অভিমানী হয়ে উঠা।
- টাকার খরচ বাড়িয়ে দেওয়া: আপনি ইচ্ছা না করলেও টাকা বেশি বেশি আপনি খরচ করবেন, কারণ আপনার প্রেমিকার মন রক্ষাতে। যদি জব না করেন তাহলে বাবার পকেটে দু আঙ্গুলের তেলেসমাতি নিজে নিজেই শিখে যাবেন।
- সৌন্দর্য বেড়ে যাওয়া: নতুন নতুন প্রেমে পরলে ছেলেরা অনেক সুন্দর হয়ে উঠে, দেখতে কিউটের ডিব্বা মনে হয়😂।
- সন্দেহ বেড়ে যায়: আপনার প্রেমিকার উপরে সন্দেহ করার পাশাপাশি অনেকের উপরেই সন্দেহ বেড়ে যায়।
- টাকা উপার্জনে মনোযোগী হওয়া: যদি প্রেমিকার চাহিদা বেশি থাকে, তাহলে উনার মনক্ষার্থে আপনি টাকা উপার্জনে অনেক বেশি মনোযোগী হয়ে উঠবেন।
- স্মার্ট হয়ে উঠবেন: আপনি কোন পোশাক পরলে বেশি স্মার্ট দেখাবে, সেটার দিকে বেশি গুরুত্ব দিবেন আপনি, এতে আপনার স্মার্ট বেড়ে যাবে।
- মানুষকে সন্তুষ্ট করা শিখবেন: আপনার প্রেমিকার রাগ বা অভিমান ভাঙ্গানোর জন্য অনেক কিছু শিখে ফেলবেন, ফলে আপনার চাকরির জীবনে অনেকে সন্তুষ্ট করার কৌশল জেনে যাবেন।
- রুচিবোধ বেড়ে যাওয়া: প্রেম করলে আপনার রুচিবোধের অনেক উন্নতি হয়ে যাবে।
- রাত জাগার অভ্যাস হয়ে উঠবে।
আরো অনেক গুলো পরিবর্তন আসবে, সেগুলো আপনি বাস্তবে প্রেম না করলে বুঝবেন না।
শুভেচ্ছা আপনার প্রেমের 😊
ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে দেন।
0 Comments