আপনি কি জানেন, আমি জীবনে খুব দেরীতে কী শিখলাম??
🔺আমাদের জীবনটা বই এর মত, কয়েকটা চ্যাপ্টারে বিভক্ত যেমনঃ হাসি, কান্না, সুখ, দুঃখ, জয়, পরাজয় । আপনি যদি একই চ্যাপ্টার বার বার উল্টান, আপনি কখনো লাস্ট চ্যাপ্টার পড়তে পারবেন না।
🔺আপনাকে, আপনার চেয়ে বেশি কেউ ভালবাসে না৷ আপনাকে, আপনার চেয়ে বেশি কেউ বোঝে না। ( Except God)
🔺আপনি যেমনটা চিন্তা করবেন, আপনার জীবন তেমনই হয়ে উঠবে। আপনি যদি মনে করেন হেরে গেছেন, এই হারার মনোভাবই আপনাকে হারিয়ে দিবে।
🔺আপনার জীবনটা কেউ পরিবর্তন করে দিবে না, আপনি যদি নিজে থেকে পরিবর্তনের চেষ্টা না করেন।
🔺স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, আপনি যদি কাজে না নামেন।
🔺কিছু ব্যতিক্রম ছাড়া, আপনি জীবনে যদি তেমন কিছু করতে না পারেন, আপনাকে বিয়ে করবে কথা দেওয়া মানুষটিও হালকা করে আপনার হাতটি ছেড়ে দিবে।
🔺আপনাকে কেউ সফল হওয়ার জন্য জায়গা করে দিবে না, আপনার করে নিতে হবে। এই জগৎ এ অযোগ্যদের কেউ স্থান দেয় না। প্রকৃতিও আপনাকে অক্সিজেন দিবে না, যদি আপনার অক্সিজেন নেওয়ার ক্ষমতা না থাকে। সিলিন্ডারের অক্সিজেন ক্রয় করে তারপর আপনার শ্বাস নিতে হবে।
🔺অতীতের একই ভুল আপনি যদি আবার করেন, আপনার জীবনটা ভুল পথে যাচ্ছে, এখনই সময় পদক্ষেপ নেওয়ার।
🔺অতিরিক্ত সোশাল মিডিয়ার ব্যবহার, আপনার জীবনের হতাশার পরিমান বাড়িয়ে দিবে।
দিন শেষে, আমরা সবাই একা।
Follow YouTube channel:. www.youtube.com/c/NadimVai
0 Comments