জীবনসঙ্গী সত্যিই আপনাকে ভালোবাসে কিনা কীভাবে বোঝা যাবে?

 জীবনসঙ্গী সত্যিই আপনাকে ভালোবাসে কিনা কীভাবে বোঝা যাবে?


আপনি অনুভব করতে পারবেন।

সে যদি সত্যিই আপনাকে ভালোবাসে, আপনি সেটা অনুভব করতে পারবেন। আমার কাছে ভালোবাসার মানে হল এফোর্ট বা চেষ্টা। মুখে, "আমি তোমাকে ভালোবাসি" বা "I love you'' না বললেও এটা আপনি বুঝতে পারবেন তার এফোর্ট দিয়ে যার মানে হল তার ছোট ছোট কাজ। তার ছোট ছোট কাজে সেটা প্রকাশিত হবে। আপনার প্রতি তার ভালোবাসা প্রকাশিত হবে।

মজার কথা হল, সে যদি আপনাকে নাও ভালোবাসে, সেটাও আপনি ধরতে পারবেন। মানে সোজাসুজি না পারলেও আপনি বুঝবেন, "there is something wrong"… এবং আস্তে আস্তে ব্যাপারটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে।

এটাই বলব, দিনশেষে তার তিন শব্দের বাক্যকে প্রাধান্য না দিয়ে তার 'অ্যাকশান' কে দেখুন। সে কী করছে দেখুন। আপনি বুঝে যাবেন।

এটা কিন্তু এতটাও কঠিন কিছু না বোঝা। কথা হল, অভিজ্ঞরা একটু তাড়াতাড়ি বোঝে। 😅

অনভিজ্ঞ হলে অনেক অনেক কনফিউশান তৈরী হয়, আমি জানি। 😀 সেক্ষেত্রে বলব, আপনার 'intuition' কে গুরুত্ব দিন। মন যদি বলে, "ডাল ম্যায় কুছ কালা হ্যায়", তার মানে আসলেই কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে। এবং আপনি একান্তই না বুঝলে আপনার সঙ্গীকে সরাসরি জিজ্ঞেস করুন। বসে আলোচনা করুন। তার উত্তর যেটাই হোক না কেন,

YOU NEED TO FEEL IT. DON'T TRUST WORDS. 😇

ছবি: সংগৃহীত

Post a Comment

0 Comments