বিয়ে করার জন্য (সমবয়সী) হওয়ার সুবিধা/অসুবিধা বা কত বছরের ব্যবধান হলে ভাল হয়?
সমবয়সী বিয়ে করার সুবিধা:
- একই বয়সী হওয়ায় আপনি সবকিছু শেয়ার করতে পারবেন তার সাথে। 10–15 বছর বড় বা ছোট হলে সেটা হবে না।
- সমবয়সী হলে তারা একই যুগের মানুষ, সহজে একে অপরের সাথে খাপ খাইয়ে নিতে পারবে।
- একই সময়ে তাদের জীবনের লক্ষ্য একসাথে পূরণ করতে পারবে, একে অপরকে বুঝবে।
সমবয়সী বিয়ে করার অসুবিধা:
- বেশির ভাগ মেয়েরা আর তার পরিবার চায় আর্থিকভাবে স্বচ্ছল ছেলেকে বিয়ে করতে, সেক্ষেত্রে একটা ছেলের চাকরি পেতে পেতেই অনেক সময় দেরি হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ের দেরি হলে তার বেশি বয়স হয়ে গেলে গর্ভধারণে অসুবিধা হবে ভেবে, মেয়েদের আগেই বিয়ে দিয়ে দেয়, যদিও এখন যেসব মেয়েরা নিজেরা চাকরি করে তারা নিজেদের স্বপ্নপূরণ করে একটু বেশি বয়সেই বিয়ে করে, আগের মতো এক গাদা বাচ্চা উৎপাদন করে না, একটা কি দুটো। তাছাড়া চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আর নিজের রক্ত না হলেই যে ভালো না এই ধারণাটি গেছে দত্তকও নিচ্ছে, তাতে কিছু শিশুর ভবিষ্যত অন্ধকার থেকে আলোকিত হচ্ছে।
- সমবয়সী হলে দুজনেই চাকরি করলে ইগো প্রবলেম হয়, চাকরি করলে আয় এর প্রতিযোগিতা হয়, ঈর্ষা বাড়ে, বিশেষত যদি বউ বরের থেকে বেশি টাকা আয় করলে ঈর্ষা হয় কারণ সমাজ পুরুষতান্ত্রিক। আর একই ক্ষেত্রে চাকরি করলে আরো বেশি হয় এটা কারণ একজনের পদোন্নতি হলে অন্যজনের ঈর্ষা হয়, স্বাভাবিক কারণ তারা প্রতিযোগী, কিন্তু ভুলে যায় কর্মক্ষেত্র আর বাড়ির পার্থক্য। বাড়িতেও সমস্যাটি ঢুকে যায়।
- আর আজকালকার যুগে যেটা সবথেকে বড় সমস্যা, স্বামী স্ত্রী দুজনেই গালাগালি করে এবং করতে ভালোও বাসে, ভাবে এইটাই ভালোবাসা বোঝানোর পদ্ধতি সমবয়সী হলে এটা হয়, কিন্তু তাতে যে তাদের শিশু সঠিক শিক্ষা পাচ্ছে না সেটা খেয়াল থাকে না।
দেখুন এবার খারাপ ভালো দুটোই বললাম। আমার মতে সমবয়সী বিয়েই ভালো। কারণ গুলো প্রথমেই বলেছি। অসুবিধা যেগুলো আছে দূর করা খুব একটা অসম্ভব নয়। খেয়াল রাখতে হবে ভালোবাসার থেকে যেন কখনোই ইগো টা বড় না হয়ে যায়। কর্মক্ষেত্রের প্রতিযোগিতা বাড়িতে সংসারে না ঢুকে পড়ে, আর একটু সংযম যাতে শিশুরা ভুল শিক্ষা না পায়। তাহলেই চলবে। একেবারে সমবয়সী নাহলেও 4–5 বছরের গ্যাপ চলতে পারে কারণ তারা প্রায় সমবয়সী আর তাদের যুগটাও এক। কিন্তু এর থেকে বেশি বয়সের পার্থক্য না হওয়াই ভালো। তাহলে শুধু দায়িত্ব পালনই হবে, বন্ধু হয়ে ওঠার সম্ভাবনা কম।
নমস্কার।
0 Comments