বিয়ে করতে হলে কেমন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা উচিত?

 বিয়ে করতে হলে কেমন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা উচিত?



রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীকে উল্লেখ করি:

"নারীদের চারটি গুণ দেখে বিয়ে করো : তার সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ-সৌন্দর্য ও তার দ্বীনদারী। তবে তুমি দ্বীনদারীকে প্রাধান্য দেবে। নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০৯০)

জীবনে সুখী হতে হলে মোহমুক্ত হতে হয়। যৌনতা থেকে মোহমুক্ত হতে পারলে জীবনের ৬০% কষ্ট তো কমবেই (অবশ্য অন্যান্য কষ্টের ফ্রিকুয়েন্সির কারণে ৬০% যে কমবেই তার গ্যারান্টি দেয়া যায় না, যেহেতু আমি সামগ্রিকভাবে বলছি)। তাই বলছি আপনি নিষ্কামী (Asexual) হোন।

এছাড়া যে যে গুণ দেখা দরকার:

  • সততা
  • আচার-আচরণ
  • ইন্ট্রোভার্ট/এক্সট্রোভার/অম্নিভার্ট
  • বুদ্ধিমত্তা
  • জ্ঞান
  • যুক্তিবিদ্যায় কতটা পারদর্শী
  • মানুষকে কতটা বুঝতে পারে

আশা করি বুঝেছেন।

Post a Comment

0 Comments